লুকোচুরি


ছোট্টো মলিন বিকেল পেরিয়ে,
মফঃস্বলী সন্ধ্যে নামলে পরে –
আমার আত্মার কয়েক টুক্‌রো
সময়ের সাথে লুকোচুরি খেলা করে।

     শতাব্দী পাঁচেক প্রবীণ, শাহী মসজিদ কফিন,
      ফাটা পাঁচিল কঠিন, বটগাছ চারা নবীন,
      ছায়া যেখানে পড়ে   বিকেল চারটের পরে,
      কাঁধে ঝোলা নিয়ে,   গেট টপকাতে গিয়ে
রাত গভীরে                                খুঁজে ফেরে
              হাতের ছেঁড়া নুন ছাল।

         নদীর বাঁধের ধারে, বাবলাগাছের সারে,
         শীতের তীব্র হাওয়ায়, উষ্ণ দেহের আশায়,
         সকল জনম ভ'রে,   দরদিয়ার জোরে
         দিবানা যখন সরে,   ইন্টারভ্যালের পরে,
কান্না ঝরে                                          খুঁজে ফেরে
                    গলে যাওয়া রক্ত লাল।

গলির মোড়ে চুপ করে বসে পড়ে,
সময় যখন হাঁপাতে হাঁপাতে ফেরে -
ঝপ করে তার টুঁটি জোর চেপে ধরে,
গত শতকের হিসেব দাবী করে।

হারিয়ে যাওয়া, উঁইয়ে খাওয়া, দস্তাবেজ, কি আর ফেরে?

Comments

Popular posts from this blog

Glowing Goa 2019

ম্যানগ্রোভে তখন ম্যাজিক: ভিতরকণিকা ২০১৯

Loris Land: Thattekad 2019