অজান খবর...

"অজান খবর না জানিলে কিসের ফকিরি"

আজ রাতে রামের আলস্য আর উষ্ণতায় মাখা জীবনের টুকরো। কার্তিক মাসের হিমেল হাওয়া। বাড়ির গেট। পুর্বপুরুষের জন্য সাজানো আকাশপ্রদীপের মায়াবী আলো। আজন্মের বাড়ি, যেখানে জীবনের প্রথম আনন্দ, প্রথম দুঃখ, প্রথম পাপ আর প্রথম পুণ্যের অনুভব। যেখানে বড় হওয়া, বুড়ো হওয়া। অথচ কি যেন রহস্যময়, কি যেন নতুন। শিরশিরে, ভয় মেশানো আনন্দ। এখানেও অজানা!

ফকির আর হওয়া হল না :-(

Comments

Popular posts from this blog

Glowing Goa 2019

In the Land of Padmasambhava

Loris Land: Thattekad 2019