ফিনিক্স
"বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে..."
হিমের রাতে ওই গগনের দীপগুলি আজ জ্বলেনি।
মেঘের মিশেল বরফ হাওয়ায় আকাশ দিল ওই ডাক।
বিদ্যুতের নীলাভ চমকে আঁধার নাছোড় সরেনি।
ট্রাকের আলোর তীব্র ফোকাসে কুয়াশা সাদা ক্ষীণ বাঁক।
কড়া কোহলের টক স্বাদে,
জ্বলে যায় গলা বুক জিভ –
তৃণোদপি অতীত প্রসাদে,
বর্তমান চির উদ্গ্রীব।
শীত, মাথার ভোঁতা যন্ত্রণা - ফিকে হয়, তুলনায়...
ভোর এলো, আসছে রোদের হাতছানি।
বাঁশপাতির বাদুড়-পাখা মিশে যায় কেয়ার সবুজে।
বিজ্ঞ-পেঁচা মাথা নেড়ে গর্তে ঢোকে আপন গরজে।
কাঠঠোকরার ভুতুড়ে স্বর ছাপিয়ে ওঠে আগুন পালকের ঝলকানি।
হিমের রাতে ওই গগনের দীপগুলি আজ জ্বলেনি।
মেঘের মিশেল বরফ হাওয়ায় আকাশ দিল ওই ডাক।
বিদ্যুতের নীলাভ চমকে আঁধার নাছোড় সরেনি।
ট্রাকের আলোর তীব্র ফোকাসে কুয়াশা সাদা ক্ষীণ বাঁক।
কড়া কোহলের টক স্বাদে,
জ্বলে যায় গলা বুক জিভ –
তৃণোদপি অতীত প্রসাদে,
বর্তমান চির উদ্গ্রীব।
শীত, মাথার ভোঁতা যন্ত্রণা - ফিকে হয়, তুলনায়...
ভোর এলো, আসছে রোদের হাতছানি।
বাঁশপাতির বাদুড়-পাখা মিশে যায় কেয়ার সবুজে।
বিজ্ঞ-পেঁচা মাথা নেড়ে গর্তে ঢোকে আপন গরজে।
কাঠঠোকরার ভুতুড়ে স্বর ছাপিয়ে ওঠে আগুন পালকের ঝলকানি।
Comments
Post a Comment