এই শহর

“এই শহর জানে আমার প্রথম সব কিছু...”
 
ডাকবাংলোর canopy-তে,         গুলমোহরের ঝরা পীতে,
         হাত ছোঁয়ালে হারিয়ে যাওয়া শীতে।
দুলহানিয়া দিলওয়ালে,              VCP-তে মন খেয়ালে,
          হাত ছোঁয়ালে হাত সরিয়ে নিতে।।

কিছু পরে শরত touch-এ,       স্বাধীন দিনে পাড়ার match-এ,
          balcony-তে হালকা দেখা দিলে।
গোলের মুখে ভ্যাবলা হেসে,           creating এক big mess-এ,
          শালতি মেঘের ঝলকা আকাশ নীলে।।

কয়েক বছর পেরিয়ে গেল,              কোজাগরীর চাঁদনী এল,
         hostel-মাঠ আলোয় ভেসে গেল।
ছাত্র তবু চাকুরে self,             তখনও যেন house-elf,
        ডাবের জলে বাংলা মিশে এল।।

class-পালানোর সূক্ষ্ম শৈলী,         দেবযানীতে “গঙ্গা মইলী”,
        publicly বাবার বেতের বাড়ি।
প্রথম নেশায় ভুল প্রলাপ,             miss করছি - মন খারাপ,
        মাপ-বয়েসে দিল দিয়েছে পাড়ি।।

Comments

Popular posts from this blog

Glowing Goa 2019

In the Land of Padmasambhava

Loris Land: Thattekad 2019