নির্ঘুম
আমার এই নিদ্রাবিহীন রাতে,
আমার এই হ্যাঙ্গওভারের প্রাতে,
যখন সব মণিপদ্মে হুম্ …
কালো? তা সে যতই কালো হোক ,
দেখেছি তার কালো হরিণ-চোখ -
কাজল কোণে আটকে থাকা ঘুম।
দেখেছো কি কাজল-মোছা কান্না?
শুনেছো কি চার-পেগেতে “আর না”?
বলি তোমার ঐ লিভারের দোহাই!
আমার জীবন শেষ শ্রাবণে আপন,
রাত গভীরে যখন কাঁদায় লালন -
ফিরে তোমায় পাকে পাকে জড়াই।।
আমার এই হ্যাঙ্গওভারের প্রাতে,
যখন সব মণিপদ্মে হুম্ …
কালো? তা সে যতই কালো হোক ,
দেখেছি তার কালো হরিণ-চোখ -
কাজল কোণে আটকে থাকা ঘুম।
দেখেছো কি কাজল-মোছা কান্না?
শুনেছো কি চার-পেগেতে “আর না”?
বলি তোমার ঐ লিভারের দোহাই!
আমার জীবন শেষ শ্রাবণে আপন,
রাত গভীরে যখন কাঁদায় লালন -
ফিরে তোমায় পাকে পাকে জড়াই।।
Comments
Post a Comment