হাতছানি
সকাল বেলা ক্যামেরা কাঁধে বেরিয়ে পড়বো। পিঠে ব্যাকপ্যাকে থাকবে জলের বোতল
আর শুকনো খাবার। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে হয়ত এক অচেনা বাঁক। আর সেখানে
বরফ শৃঙ্গের নতুন পরিচয়। ল্যাজঝোলা নীল ম্যাগপাই আর ফেজান্ট গুলোর সঙ্গে
লুকোচুরি খেলতে খেলতে কখন যেন সকাল পেরিয়ে দুপুর, আর তার শেষে গা ছমছমে
বিকেল। ধুপি গাছের ব্রহ্মদত্যির মতো লম্বাছায়ায় নিজের সাহসের মাপ।
সন্ধ্যেবেলা সারাদিনের শিকারের হিসেব রামের গেলাসে ওম নিতে নিতে। অবশেষে
রুটির সাথে চিকেন কারি খেয়ে কম্বলের তলায় গভীর ঘুম। হমিনস্ত ও হমিনস্ত ও হমিনস্ত!
Comments
Post a Comment